কিংবদন্তি সব ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামে। যেখানে প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটাররা খেলেছেন দক্ষিণ আফ্রিকার লিজেন্ডস দলের হয়ে। সেই টুর্নামেন্টের টাকা পায়নি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের দল।

প্রতিযোগিতা শেষ হওয়ার পাঁচ মাস পরেও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। প্রতিযোগিতার আয়োজক ম্যাজেস্টিক লিজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং পিএমজিকে নোটিস পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা।

আয়োজকদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ১ কোটি ৫০ লাখ টাকার চুক্তি হয়েছিল। এ বিষয়ে দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় বছরের প্রতিযোগিতার জন্য আর্থিক চুক্তি করেছিল আয়োজকরা। সেই চুক্তিকে মান্যতা দিতে ব্যর্থ হয়েছে আয়োজকরা। ম্যাজেস্টিক লিজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং পিএমজি আর্থিক চুক্তি পূরণ করতে ব্যর্থ হয়েছে।'

বিবৃতিতে সই করেছেন দলের ১৫ জন ক্রিকেটারই। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার জন্য প্রতিযোগিতার আয়োজকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই তারা বিষয়টি প্রকাশ্যে আনলেন। অবিলম্বে চুক্তি অনুযায়ী টাকা মিটিয়ে দেওয়া না হলে আইনি ব্যবস্থা নেবেন তারা।