- খেলা
- কক্সবাজারে সাদমানের ডাবল সেঞ্চুরি
কক্সবাজারে সাদমানের ডাবল সেঞ্চুরি

কক্সবাজারে বিসিএল ফাইনাল ম্যাচে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। গতকাল ফাইনালের প্রথম দিনে ১৩০ রানে অপরাজিত থেকে দিনশেষ করেছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিলেন দ্বিশতক। তার দ্বিশতকে ম্যাচে চালকের অবস্থানে আছে বিসিবি দক্ষিণাঞ্চল।
বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সাদমান আছেন ২৩০ রানে অপরাজিত। ৩৯৪ বলে ২৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় ডাবল সেঞ্চুরি করেন সাদমান। ডাবল সেঞ্চুরি করার পথে সাদমান চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ রাব্বির সাথে গড়েন দেড়শো রানের জুটি। ব্যক্তিগত ৬১ রান করে রাব্বি প্যাভিলিয়নে পারি জমালে সেই জুটি থামে ১৫৪ রানে।
পঞ্চম উইকেটেও সাদমান আরো একটি দেড়শ রানের জুটি গড়েন। এখানে তার সঙ্গী মার্শাল আইয়ুব। দুর্দান্ত এই জুটি গড়ার পথে মার্শাল তুলে নিয়েছেন ফিফটি। সাদমান-মার্শালের অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটিতে দক্ষিণাঞ্চল চা বিরতিতে যায় ৪ উইকেটে ৪১৯ রান করে।
মন্তব্য করুন