বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেন্যু তালিকা থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে বাদ দেওয়ার প্রতিবাদে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন করছেন হুমায়ন আহম্মেদ রুমেল (৪০) নামের এক ব্যক্তি। 

রোববার সকাল ৯টার দিকে শহরের সাতমাথায় তিনি এ অনশন শুরু করেন। তিনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে ও একজন সোস্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। 

রুমেল জানান, শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা না হলেও আশার জায়গা ছিল। স্বান্তনা ছিল বগুড়ায় এখনও স্টেডিয়াম টিকে আছে। কোন একদিন  খেলা ফিরবে। কিন্তু এখন এখানকার কর্মকর্তারা প্রত্যাহার হলেন, যন্ত্রপাতি থেকে মাঠের সীমানা দড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সেজন্য এই অনশন। 

তিনি বিশ্বাস করেন, তার পক্ষে অনশন চালিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ ওই ধৈর্য তার আছে। বিভিন্ন দেশে অনশন করে অনেক দাবি আদায় হয়েছে। সেজন্য তিনিও আমরণ অনশনে নেমেছেন। আশা করছেন, তার দাবি বাস্তবায়ন করা সম্ভব। সরকার দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।