আল বাতিনের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। তবে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে রোনালদোর দল। এরপর অতিরিক্ত সময়ে তারা করেছে তিনি গোল। 

ম্যাচের ৯৩ মিনিটে প্রথম, ১০২ মিনিটে দ্বিতীয় এবং ১১৪ মিনিটে তৃতীয় গোল করে নাসর। যদিও গোল পাননি রোনালদো। দীর্ঘ অতিরিক্ত সময় দেওয়ায় অবশ্য ম্যাচ নিয়ে সমালোচনা হচ্ছে। 

এর মধ্যে রোনালদোকে খোঁচা দিয়ে এক কিশোর আলোচনায় এসেছেন। প্রথমার্ধে আল নাসর পিছিয়ে থাকায় এবং সিআরসেভেন গোল করতে না পারায় ওই কিশোর  তাকে উদ্দেশ্য করে বলে, ‘মেসি গোট (গ্রেট অব অল টাইম)।’

সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, রোনালদো তখন ওই কিশোরের দিকে তাকিয়ে বলেন, ‘ওই সহজ ম্যাচ ছিল।’ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, রোনালদো ওই কিশোরকে বলেছেন, ‘মেসির খেলা দেখলেই পারো।’