- খেলা
- চট্টগ্রামে এবারও কি ৪০০ রানের উইকেট?
চট্টগ্রামে এবারও কি ৪০০ রানের উইকেট?

চট্টগ্রামে শেষ ওয়ানডের আগে ফুটবল নিয়ে সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর গা গরম। ছবি: এএফপি
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মতো কঠিন নয় চট্টগ্রামের উইকেট। পোর্ট সিটির উইকেটে রান হয়। সাগরকন্যায় সর্বশেষ বিপিএলে রানের খেলা দেখা গেছে। তার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ভারত করেছিল ৪০৯ রান।
শুধু বাংলাদেশ-ভারত নয় আরও কিছু আন্তর্জাতিক ম্যাচে চট্টগ্রামে রান দেখা গেছে। আফগানিস্তানের বিপক্ষে ২০২২ সালে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রান কম হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে ৩০৪ রান করেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ১৯২ রান সাত উইকেট রেখে ৯.৫ ওভার থাকতে তুলে ফেলেছিল আফগানরা।
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ। একটিতে ২৪৬ (৫.৫ ওভার থাকতে), অন্যটিকে ২৮৬ (৭.৫ ওভার থাকতে) রান পানির মতো তুলে ফেলেছিল টাইগাররা। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে হেরেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশের ২৭৭ রান ২.১ ওভার থাকতে ৪ উইকেটে জিতেছিল ইংলিশরা। বাংলাদেশ যেভাবে ইনিংস শুরু করেছিল তিনশ’ রান হওয়া ছিল সময়ের ব্যাপার।
২০১৫ সালে ৪০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৬৮ রানে আটকে গিয়েছিল। বাংলাদেশ ২৬.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে ওই রান তুলে ফেলেছিল। চট্টগ্রামের উইকেট যে ‘রান প্রসবা’ তা বুঝতে বাকি থাকার কথা নয়। আবার ‘জোয়ার-ভাটার প্রভাবে’ নাকি ব্যাটিং বিপর্যয়ও দেখা যায়। এবারও আগের মতো রান হবে কিনা। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মতো উইকেট কি এবার ৪০০ রানের?
এই প্রশ্নের উত্তর না মিললেও উইকেট নিয়ে ইঙ্গিত মিলেছে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ইংল্যান্ড পেসার মার্ক উডের কথায়। সংবাদ সম্মেলনে হেরাথ বলেছেন, এবার কন্ডিশন কিছুটা ভিন্ন (ভারতের বিপক্ষে চারশ’ হওয়া উইকেট তুলনায়)। তবে স্পিন বোলিং কঠিন হবে। উইকেট মিরপুরের চেয়ে শক্ত বলেও মন্তব্য করেছেন তিনি। যার অর্থ উইকেটে রান হবে।
ইংল্যান্ডের মার্ক উডও উইকেট মিরপুরের চেয়ে কিছুটা আলাদা বলে জানিয়েছেন, তার চোখে পেসারদের জন্য খুব বেশি সুবিধা আছে তা নয়। বরং ট্রু উইকেট। সেখানে ব্যাটারদের পাশাপাশি বোলারদের জন্যও সুবিধা আছে। উইকেট তিনিও শক্ত বলেছেন। যার অর্থ বল সহজে ব্যাটে আসবে। উইকেট বিবেচনা করে বাংলাদেশ এক স্পিনার কম নিয়ে খেলতে পারে।
মন্তব্য করুন