- খেলা
- লিড নিয়েও পয়েন্ট হারাল এভারটন, বাড়ল অবনমনের শঙ্কা
লিড নিয়েও পয়েন্ট হারাল এভারটন, বাড়ল অবনমনের শঙ্কা

পয়েন্ট হারিয়ে হতাশ এভারটনের ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। ছবি: এএফপি
কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে দিয়েছে এভারটন। কিছুতেই কিছু করতে পারছিলেন না তিনি। নতুন কোচ এনেও ভাগ্যবদল হয়নি এক সময়ের প্রিমিয়ার লিগ জয়ী দলটির।
রোববার লিগ ম্যাচে তারা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দু’বার লিড নিয়েও পয়েন্ট হারিয়েছে। ম্যাচ শেষ করেছে ২-২ গোলে। এতে দলটির প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কা বেড়েছে।
ম্যাচের ১০ মিনিটে নটিংহ্যামের মাঠে লিড নেয় এভারটন। ১৯ মিনিটে ওই গোল শোধ করে দলটি। এরপর ২৯ মিনিটে আবার লিডে ফেরে শেন ডাইস-এর এভারটন। কিন্তু তার দল ওই লিডও ধরে রাখতে পারেনি। ম্যাচের ৭৭ মিনিটে হজম করে দ্বিতীয় গোল।
সমতা করে এক পয়েন্ট পেলেও এভারটন পয়েন্ট টেবিলে ২০ দলের মধ্যে আছে ১৭ নম্বরে। ২৬ ম্যাচ থেকে মাত্র ২২ পয়েন্ট তুলেছে তারা। সমান পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড আছে ১৬তে। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে।
এভারটন যদি অন্তত ১৬তম অবস্থানে থেকে লিগ শেষ করতে না পারে তাহলে শীর্ষ লিগ থেকে পরের ধাপে নেমে যাবে তারা। অন্যদিকে বহুবছর পর শীর্ষ লিগে ফেরা নটিংহ্যাম ২৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আছে ১৪তে। টিকে থাকার লড়াইয়ে ভালো অবস্থানে আছে তারা।
মন্তব্য করুন