- খেলা
- শেষ ওয়ানডের একাদশে দুই নাকি তিন পরিবর্তন
শেষ ওয়ানডের একাদশে দুই নাকি তিন পরিবর্তন

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড। ছবি: এএফপি
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। যেটি হবে ইংলিশদের ওয়ানডে সুপার লিগের শেষ ম্যাচ। অন্যদিকে বাংলাদেশের লড়াই ধবলধোলাই এড়ানো এবং সুপার লিগে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট জমা করা।
ওই ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ড একাদশে পরিবর্তন অবধারিত। কোন দল কয়টি পরিবর্তন আনবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশ একাদশে যেমন দুটি পরিবর্তন নিশ্চিত বলে মনে করা হচ্ছে। কন্ডিশন বুঝে পরিবর্তন তিনটিও হতে পারে।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছিল ইংল্যান্ড। শেষ ম্যাচেও একাধিক পরিবর্তন রাখতে পারেন বাটলাররা।
শেষ ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বেঞ্চে রাখার সম্ভাবনা প্রবল। মিরপুরে তিনি উইকেট পাননি। রানও আটকাতে পারেননি। তার জায়গায় এবাদত হোসেন কিংবা হাসান মাহমুদকে খেলানো হতে পারে। দু’জনকেও দেখা যেতে পারে একাদশে। কারণ চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব মনে করা হচ্ছে। পেসারদের জন্য সামান্য সুবিধা থাকতে পারে। বাঁ-হাতি অফ স্পিনার তাইজুল ইসলাম তাই বিশ্রাম পেতে পারেন।
অন্য পরিবর্তনটি আসতে পারে ব্যাটিং অর্ডারে। মিডল অর্ডারে মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন ফর্ম দেখাতে পারছেন না। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও আছে প্রশ্ন। ভবিষ্যত চিন্তায় দুই সিনিয়র মুশি-মাহমুদুল্লাহর একজনকে বিশ্রাম দিয়ে তরুণ তৌহিদ হৃদয়কে অভিষেক করানো হতে পারে।
পেসার রিচি টপলেকে সুযোগ দিতে পারে ইংল্যান্ড। সেজন্য মার্ক উড বিশ্রাম পেতে পারেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম পাওয়া জোফরা আর্চার আরও একটি ম্যাচ পেতে পারেন। শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে। আদিল রশিদের উত্তরসূরী মনে করা হচ্ছে ১৮ বছরের রেহানকে। অনেকে নতুন লেগ স্পিন সেনসেশনও বলছেন তাকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্সি, জস বাটলার, মঈন আলী, স্যাম কারেন, রেহান আহমেদ, জোফরা আর্চার, শাকিব মাহমুদ, রিচি টপলে।
মন্তব্য করুন