জাতীয় দলের তারকাদের ব্যাট ছুঁয়ে দেখতে চান অনেক ক্রিকেটারই। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান বা তামিম ইকবালদের কাছ থেকে ব্যাট চেয়েও নেন তাঁদেরই জাতীয় দলের কোনো সতীর্থ। 

আবার তাঁরাও খুশি হয়ে সতীর্থদের ব্যাট উপহার দেন। অথচ রোববার চট্টগ্রামে অনুশীলনের সময় মুশফিকের নতুন ব্যাট টি২০ দলের ব্যাটার রনি তালুকদার হাতে নেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। 

রনির ওপর রেগে যান মুশফিক। ব্যাগ থেকে তাঁর নতুন ব্যাট বের করায় টিম বয়কে ধমকও দেন উইকেটরক্ষক এই ব্যাটার। শুধু রনি নন, মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাটিং শ্যাডো করছিলেন মুশফিকের নতুন ব্যাট নিয়ে।

বাংলাদেশের ওয়ানডে এবং টি-২০ দল একসঙ্গে চট্টগ্রামে গেছে। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে ওয়ানডে এবং টি-২০ দলের ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলনও করেছে। সেখানেই এই অপ্রীতিকর ঘটনা। আট বছর পর জাতীয় দলে ফিরে রনি তালুকদার উষ্ণ অভ্যর্থনা পেলেন না।