টানা দুই জয়ে মিরপুরেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আজ চট্টগ্রামে তারা নামছে হোয়াইটওয়াশের মিশনে। ইংলিশ পেসার মার্ক উডের মতে, বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের জন্যই বাংলাদেশে সফল হয়েছেন তারা। চট্টগ্রামের উইকেটেও তারা মানিয়ে নিয়ে ভালো করবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান ডানহাতি এ পেসার। তবে নিজেদের বোলিং শক্তির বর্ণনার মাঝেও বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের ভূয়সী প্রশংসা করেছেন উড।

বোলিংয়ে সব ধরনের অস্ত্র থাকার কারণেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা সম্ভব হয়েছে বলে মনে করছেন মার্ক উড, ‘বাংলাদেশকে তাদের কন্ডিশনে এসে হারানো খুবই কঠিন। তবে আমাদের দলে সব ধরনের অস্ত্রই রয়েছে। দ্রুতগতির বোলার, সিম বোলার, সুইং বোলার এবং মারাত্মক সব স্পিনার রয়েছে আমাদের দলে। তারা সত্যিকার অর্থেই ভীষণ ভালো বোলিং করেছে।’ 

তবে নিজেদের হাতে এত বৈচিত্র্য থাকার পরও মার্ক উড মুগ্ধ তাসকিনে, ‘তাসকিন দুর্দান্ত পারফর্ম করছে। আমার একার না, সবার নজর কেড়েছে সে। আমাদের পুরো দল বলছে, সে কতটা ভালো বোলিং করেছে। সে খুবই গতিতে বল করছে, ভালো জায়গায় বল ফেলছে। প্রথম ম্যাচে সেই আমাদের পেসারদের দেখিয়েছে কোন জায়গায় বল ফেলা উচিত।’ 

তাসকিনের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান উড, ‘আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু নিয়েছি ... আমি নিজে, জোফরা ও ওস্কি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে।’ চট্টগ্রামের পিচ পেস সহায়ক হবে না বলেও তার ধারণা। যেমন পিচই হোক, মানিয়ে নিয়ে সাফল্য তুলে নিতে বদ্ধপরিকর তিনি।