বাংলাদেশ সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন উইল জ্যাকস। তবে ওয়ানডে দলে তার অন্তর্ভুক্তি ছিল বদলি হিসেবে। স্কোয়াডে থাকা টম অ্যাবলের চোটে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পান তিনি। তবে এবার নিজেই চোটে পড়ে ছিটকে গেলে জ্যাকস। বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একজন মুখপাত্র বলেছেন, 'জ্যাকস পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দেশে ফিরে যাবেন।'

বাংলাদেশের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। সিরিজে প্রথম দুই ম্যাচে যদিও খুব বেশি ভালো করতে পারেননি উইল জ্যাকস। প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪ বলে ১, এছাড়া বল হাতে ৬ ওভারে দিয়েছেন ২৭ রান।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে ৩১ বলে ২৬ রান করার পাশাপাশি বল হাতে ৫ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। যদিও চোট পাওয়ায় আর বল করা হয়নি তার। ইংল্যান্ড অবশ্য এখনো উইল জ্যাকসের বদলি হিসেবে কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি।