- খেলা
- বেতিসের মাঠে রিয়ালের ড্র
বেতিসের মাঠে রিয়ালের ড্র

বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমিয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়াল বেতিসের মাঠে কোনো রকমে ড্র করেছে ব্লাঙ্কোসরা। রিয়ালের গোলশূন্য এই ড্রয়ে থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল জাভি হান্দাদেজের দল।
নবম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল বেতিস। আজোসে পেরেসের বুলেট গতির শট লাফিয়ে এক হাতে ক্রসবারের উপর দিয়ে পার করে দেন থিবো কোর্তোয়া।
১২ মিনিটে ডি-বক্সের সামনে থেকে ফ্রি কিকের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে করিম বেনজেমা বল জালে জড়ায়। কিন্তু বেতিসের পক্ষ থেকে মাদ্রিদ ডিফেন্ডার রুডিগারের হাত ছুঁয়েছে বল আসার অভিযোগ করা হয়। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিলে বল হাত ছুঁয়েই জালে জড়ানোর সত্যতা পেলে সেই গোলটি বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত দুই দল আপ্রাণ চেষ্টা কররেও কেউ গোলের দেখা পায়নি। এর ফলে ২৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৩। সমান সংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৬২। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রিয়াল বেতিস।
মন্তব্য করুন