- খেলা
- তাসকিনকে বিশ্রাম দিয়ে একাদশে এবাদত
তাসকিনকে বিশ্রাম দিয়ে একাদশে এবাদত

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড দল নেমেছে তিন পরিবর্তন নিয়ে। একাদশে ফিরেছেন জোফ্রা আর্চার, ক্রিস ওকস। অভিষেক হয়েছে রেহান আহমেদের।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, স্যাম কারেন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, রেহান আহমেদ ও জোফ্রা আর্চার।
মন্তব্য করুন