- খেলা
- বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই রেহানের ইতিহাস
বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই রেহানের ইতিহাস

অভিষেক ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছে রেহান আহমেদের। তাতেই দেশটির সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার বনে গেছেন তিনি।
✨ A special moment before the start of play today...
— England Cricket (@englandcricket) March 6, 2023
You've done yourself and your family proud, @RehanAhmed__16 ❤️ pic.twitter.com/ggRzlxGZhu
মাত্র ১৮ বছর ২০৫ দিনে ওয়ানডে অভিষেক হয়েছে রেহান আহমেদের। রেহান ভাঙছেন বেন হোলিওকের রেকর্ড। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের সময় হোলিওকের বয়স ছিল ১৯ বছর ১৯৫ দিন।
গত ডিসেম্বরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন রেহান। টেস্ট অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন।
মন্তব্য করুন