- খেলা
- লিটনের দুঃসহ এক সিরিজ
লিটনের দুঃসহ এক সিরিজ

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাজে এক সিরিজ কাটল লিটন দাসের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আউট হয়েছিলেন ৭ রানে, বাকি দুটিতে কোনো রানই নেই। ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে আউট হন শূন্য রানে। তিন ম্যাচে লিটনের ২.৩৩।
গেল বছরটা স্বপ্নের মত কেটেছে লিটন দাসের। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি রান ছিল তারই। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে তার কাছ থেকে প্রত্যাশাটা একটু বেশিই ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু সেই অনুযায়ী নিজের পারফরম্যান্স দেখাতে পারলেন না ডানহাতি এই ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে মান বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
মন্তব্য করুন