- খেলা
- আহমেদাবাদ টেস্টেও অধিনায়ক স্মিথ
আহমেদাবাদ টেস্টেও অধিনায়ক স্মিথ

ছবি: ফাইল
প্যাট কামিন্সের অধীনে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর পারিবারিক কারণে অস্ট্রেলিয়া ফিরে যান কামিন্স। তার জায়গায় তৃতীয় টেস্টে নেতৃত্ব পান বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া ও নেতৃত্ব হারানো স্টিথ স্মিথ।
মিডল অর্ডার ব্যাটার স্মিথের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর পর সিরিজ বাঁচানোর ম্যাচে আহমেদাবাদে দলকে নেতৃত্ব দেবেন তিনি। কারণ শেষ টেস্ট খেলার জন্যও দলে যোগ দেওয়া হচ্ছে না কামিন্সের।
শুধু শেষ টেস্ট নয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অধিনায়ক কামিন্স অনিশ্চিত। ডানহাতি এই পেসারের মা মার্থা ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। মায়ের পাশে থাকতেই দেশে ফিরেছিলেন কামিন্স।
এছাড়া ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার ঝাই রিচার্ডসন। তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। ওই ইনজুরির কারণে বিগ ব্যাশে খেলতে পারেননি তিনি। তার জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার নাথান এলিসকে।
মন্তব্য করুন