ডিন এলগারকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট নেতৃত্ব দেওয়া হয়েছে টেম্বা বাভুমাকে। তার জন্য ত্যাগও স্বীকার করতে হলো বাভুমার। শুধু প্রোটিয়াদের টি-২০ নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়নি, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের দল থেকে বাদও দেওয়া হয়েছে। 

বাভুমার জায়গায় দক্ষিণ আফ্রিকার টি-২০ অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করামকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেজন্য আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বভার পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া এই ব্যাটার। এবার পেলেন জাতীয় দলের টি-২০ নেতৃত্বভার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে তার নতুন যাত্রা শুরু হবে।  

মার্করামকে নেতৃত্বভার দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক এনোচ এনকেউই বলেছেন, ‘প্রোটিয়া  টি-২০ দলের অধিনায়ক হওয়ায় মার্করামকে অভিনন্দন। বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দেওয়ায় তার কাছে এটি খুবই পরিচিত। সফল হওয়ার সব গুন আছে তার।’ 

দক্ষিণ আফ্রিকার টি-২০ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ডি কক, বোর্জা ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মালাগা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, ওয়েন পারনেল, কাগিসু রাবাদা, রাইলি রুশো, তাবরেজ শামসি, ক্রিস্তান স্টার্বস।