- খেলা
- এটাই বিশ্বকাপ দল নয়, জানালেন পাপন
এটাই বিশ্বকাপ দল নয়, জানালেন পাপন

ছবি: বিসিবি
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবু সব ঠিক থাকলে এটাই হতে পারে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের দল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এটাই বিশ্বকাপ দল হবে কিনা এখনই বলা কঠিন।
এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের এবং আয়ারল্যান্ডের মাটিতে সিরিজের দলে নতুনদের সুযোগ দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন বিসিবি বস। বিশ্বকাপের আগে এশিয়া কাপের দলটির বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘এটাই যে বিশ্বকাপের দল হবে এটা এখনই বলা মুশকিল। ধরেন, আমার একটা খেলোয়াড়ের ইনজুরি হলো। সেটা ওপেনার, মিডল অর্ডার বা লোয়ার অর্ডার হতে পারে। ওই খেলোয়াড়ের বিকল্প দেখে রাখতে হবে। নতুন কোচ একজনের খেলা না দেখে বিশ্বকাপে নামিয়ে দেবে? যেটা হবে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। ওই সিরিজে আমরা দুই-একজনকে বিশ্রাম দিয়ে নতুন একজনকে দেখতে পারি।’
নতুন কাউকে সুযোগ দিতে পুরনোদের বিশ্রাম দেওয়ার মানে তাকে দল থেকে বাদ দেওয়া নয় বলেও উল্লেখ করেন বিসিবি বস পাপন, ‘এর মানে এই না যে, সে (বিশ্রাম পাওয়া খেলোয়াড়) বাদ পড়ে গেছে। বিকল্প কী আছে সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা বা মিডিয়ার হুলুস্থুলের কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা হবে ওটাই হবে বিশ্বকাপের দল।’
মন্তব্য করুন