- খেলা
- ইনজুরিতে নেইমারের মৌসুম শেষ
ইনজুরিতে নেইমারের মৌসুম শেষ

ছবি: ফাইল
পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র গত ১৯ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়েন। ওই ইনজুরিতে তার চলতি মৌসুম শেষ হয়ে গেছে।
পিএসজি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, গোড়ালির ইনজুরিতে পড়ায় তার অস্ত্রোপচার করাতে হবে। এরপর দলীয় অনুশীলনে ফিরতে তার তিন মাসের মতো সময় লাগবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে চার মাস।
পিএসজি জানিয়েছে, দ্রুতই তার ডান পায়ের গোড়ালির সার্জারি করানো হবে। কাতারের দোহায় তার ওই সার্জারি করানো হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
চলতি লিগ ওয়ানের মৌসুম শেষ হবে ৩ জুন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুন। অর্থাৎ চলতি মৌসুমে ব্রাজিলের পিএসজি তারকার মাঠে নামার সম্ভাবনা নেই।
নেইমারের ইনজুরিতে পড়ার ঘটনা নতুন নয়। সর্বশেষ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে তিনি ইনজুরিতে পড়েছিলেন। সেবারও তার গোড়ালির ইনজুরি ধরা পড়েছিল। এর আগে ২০১৮ বিশ্বকাপের আগে নেইমারের পায়ের পাতায় চিড় ধরা পড়েছিল। ওই ইনজুরি থেকে ফিরতেও লম্বা সময় লেগেছিল তার।
মন্তব্য করুন