লিভারপুলের বিপক্ষে লিগ ম্যাচে অ্যানফিল্ডে ৭-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই হারের পর দলের খেলোয়াড়দের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। 

ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ম্যানইউ-এর দায়িত্ব নেওয়ার পর রেড ডেলিভসরা ৪-০ গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরেছিল। ওই হারের পর ক্ষুব্ধ কোচ টেন হাগ তার শিষ্যদের ১৪ কিলোমিটার করে দৌড়াতে বাধ্য করেছিলেন। 

সংবাদ মাধ্যমের মতে, তখন টেন হ্যাগ বলেছিলেন, ব্রেন্টফোর্ডের খেলোয়াড়রা কীভাবে তোমাদের চেয়ে বেশি দৌঁড়ায়। লিভারপুলের বিপক্ষে হারের পরও খেলোয়াড়দের প্রতি ভালো আচরণ করেননি তিনি। 

ওল্ড ট্রাফোর্ডে ফেরার পর টেন হ্যাগ নাকি খেলোয়াড়দের বলেছেন, তারা ভাগ্যবান যে, লিভারপুলের ভক্তদের সামনে দিয়ে ঘরে ফিরতে পেরেছেন। তিনি ফুটবলারদের সতর্ক করে বলেছেন, সামনে যদি এমন কিছু হয় তিনি তাদের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে অনুশীলন করতে নামিয়ে দেবেন। 

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ছয়ে শেষ করা ম্যানইউ চলতি মৌসুমে টেবিলে তিনে আছে। তারা এরই মধ্যে কারাবাও কাপ জিতেছে। বার্সার বিপক্ষে জিতে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে। ভালো খবরের মধ্যে প্রিমিয়ার লিগের ইতিহাসে দলটি যৌথভাবে সবচেয়ে বাজে হারের শিকারও হয়েছে।