- খেলা
- ক্লাব ব্রুজকে বিধ্বস্ত করে শেষ আটে বেনফিকা
চ্যাম্পিয়ন্স লিগ
ক্লাব ব্রুজকে বিধ্বস্ত করে শেষ আটে বেনফিকা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজকে বিধ্বস্ত করে শেষ আটে বেনফিকা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল পর্তুগিজ জায়ান্টরা। দ্বিতীয় লিগের ম্যাচটি তারা জিতল ৫-১ গোলে। দুই লেগ মিলিয়ে বেনফিকা এগিয়ে ৭-১ গোলে।
ম্যাচের ৩৮ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যক্তিগত ডাবলস পূরণ করেন পর্তুগিজ ফরওয়ার্ড।
৭১ মিনিটে পেনাল্টি থেকে বেনফিকার হয়ে চতুর্থ গোল করেন জোয়াও মারিও। ছয় মিনিট পর গোল করেন ডেভিড নেরেস। পাঁচ গোল হজমের পর ৮৭ মিনিটে গোল করে ব্যবধান কমিয়েছেন ব্রুজের জোর্ন মেইজার।
মন্তব্য করুন