বাংলাদেশ জাতীয় দলের অনেককে চেনা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তবে টি-২০ দলের অনেকেই তার কাছে নতুন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই যেমন তিনজনকে দলে নতুন ডাকা হয়েছে। তারা হলেন- তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম। 

রনি তালুকদার আট বছর পরে জাতীয় দলে ফিরেছেন। তার সঙ্গে সেভাবে কাজের অভিজ্ঞতা না থাকলেও রনিকে দেখেছেন বলে জানিয়েছেন হাথুরু। এছাড়া শামীম হোসেন, এবাদত হোসেন, নাসুম আহমেদ, নাজমুল শান্তদের সঙ্গেও নতুন করে কাজ শুরু করেছেন লঙ্কান কোচ হাথুরু। 

নতুন-পুরনোদের নিয়ে ওয়ানডের পর টি-২০’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে চান দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরা সাবেক এই লঙ্কান ক্রিকেটার। বুধবার টি-২০ দল তার সঙ্গে প্রথমবার অনুশীলন করেছে। ওই অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হেড কোচ বলেছেন, নেটে রনি তালুকদারের ব্যাটিং ভালো লেগেছে তার। ফিল্ডিংয়ে হৃদয় তাকে মুগ্ধ করেছে। 

হাথুরু বলেছেন, ‘ম্যাচ পরিস্থিতি অনুযায়ী, তাদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছি। নেটে তাদের দেখে মুগ্ধ। রনিকে আমি আগেই দেখেছি। ইনজুরি নাকি অন্য কেউ ভালো খেলার জন্য বাদ পড়েছিল সেটা মনে নেই। সে কেমন করে দেখতে সত্যিই মুখিয়ে আছি। ঘরোয়া ক্রিকেটে ওরা ভালো করেছে। সেটার সুযোগ নেওয়ার পালা ওদের। ওদের প্রতি আমার স্বাভাবিক খেলার বার্তা থাকবে।’ 

হৃদয়কে নিয়ে কোচ বলেছেন, ‘তরুণরা অবশ্যই ফিল্ডিংয়ে ভালো করে। তাদের এনার্জি ভালো থাকে, দ্রুত দৌড়াতে পারে। তৌহিদ হৃদয় উচ্ছ্বসিত হওয়ার মতো একজন ফিল্ডার। আমি কারো সঙ্গে তাদের তুলনা করতে চাই না। তবে ফিল্ডিংয়ে ওদের কাছে আমার চাওয়া অনেক বেশি। আমাদের এশিয়ার সেরা ফিল্ডিং সাইড হতে হবে।’