ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারলেও লড়াই করেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশের পক্ষে ছিল। শেষ ম্যাচে চট্টগ্রামে বড় জয় পেয়েছে টাইগাররা। তবে ওয়ানডের মতো বাংলাদেশকে টি-২০ ফরম্যাটে অতোটা ভালো দল মনে করা হয় না। 

ইংলিশ পেসার ক্রিস ওকস ধরে নিচ্ছেন, নিজেদের কন্ডিশনে ওয়ানডের মতো টি-২০ ফরম্যাটেও বাংলাদেশ ভালো দল, ‘আমি মনে করি বাংলাদেশ ভালো দল (টি-২০ ফরম্যাটে)। যখনই আমরা এখানে এসেছি কঠিন পরীক্ষায় পড়েছি। সিরিজ না হারলেও ওয়ানডে ফরম্যাটে আমরা তাদের সামর্থ্য দেখেছি। তাদের বিপক্ষে সবসময় কঠিন সিরিজ হয়। টি-২০ ফরম্যাটেও একইরকম আশা করবো।’

ইংল্যান্ড ওয়ানডের মতো টি-২০’র ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন। সেটা মানলেও ওকসের মতে, বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য কঠিন। তাদের জন্য সিরিজও কঠিন হবে। এর আগেও ইংল্যান্ড বাংলাদেশে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বাংলাদেশের টি-২০ দলে বেশ কিছু নতুন ক্রিকেটার আছেন। ইংলিশ পেসার ওকসের মতে, নতুন ক্রিকেটাররাও একটা চ্যালেঞ্জ। কারণ তাদের শক্তির জায়গা বুঝতে বুঝতে বেশ কিছু রান বেরিয়ে যায়, ‘যখনই নতুন কেউ আসবে, যাদের খেলা আগে দেখা নেই তাদের বিপক্ষে খেলা কঠিন। এছাড়া তারা সম্প্রতি বিপিএল খেলেছে। তাদের আত্মবিশ্বাসও ভালো থাকার কথা।’ 

চট্টগ্রামের উইকেটে ওয়ানডে খেলেছেন ওকস। একই রকম হতে পারে টি-২০ ম্যাচের উইকেটও। ওকস মনে করছেন, উইকেট স্লো এবং স্পিনিং হবে। পেসার হিসেবে তাই বৈচিত্রে নির্ভর করতে চান তিনি, ‘উইকেট কিছুটা স্লো হবে মনে হচ্ছে। স্পিনার এবং স্লো বোলারদের জন্য সুবিধা হবে। পেসার হিসেবে বৈচিত্র কাজে লাগাতে হবে।’