চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে ১-০ হেরেছে পিএসজি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে শুরু থেকে খেলতে পারেননি। এবার আবার ইনজুরির কারণে নেইমার জুনিয়র খেলতে পারবেন না। 

তবে বায়ার্নের মাঠে গিয়ে দ্বিতীয় লেগে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী প্যারিসিয়ানরা। কারণ লিওনেল মেসি এবং এমবাপ্পে ভালো ছন্দে ফিরেছেন। এমবাপ্পে পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাই ম্যাচটি উত্তাপ ছড়াবে বলে মনে করা হচ্ছে। 

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এই ম্যাচে জিতে ফিরতে না পারলে পিএসজি ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভাঙায় পিএসজি ছাড়তে পারেন। লিওনেল মেসিও চুক্তি নবায়ন না করতে পারেন। নেইমারে আগেই আস্থা হারিয়েছে প্যারিসিয়ানরা। 

ম্যাচটা তাই পিএসজির জন্য বাঁচা-মরার। নেইমারের ইনজুরি ছাড়া বড় ওই ম্যাচে অধিকাংশ খেলোয়াড়কেই পাচ্ছেন  পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের। তবে বায়ার্ন শিবিরে আছে ইনজুরি ধাক্কা। ডিফেন্ডার পাভার্ড, লুকাস হার্নান্দেজ ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার খেলতে পারবেন না। তাতে বায়ার্নের শক্তি খুব একটা ক্ষয়ে যাচ্ছে না। 

পিএসজি সম্ভাব্য একাদশ: জিয়ানলুইজি দোন্নারুমা, দাইলো পেরেইরা, মার্কুইনোস, সের্গিও রামোস, নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি, ফ্যাবিয়ান রুইজ, মার্কো ভেরাত্তি, ভিতিনহা, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে।   

বায়ার্ন মিউনিখের সম্ভাব্য একাদশ: ইয়ান সমার, স্টানিসিক, উপামেকানো, ডি লিখট, কিংসলি কোম্যান, জসুয়া কিমিখ, গোরেস্কার, আলফনসো ডেভিস, লিরয় সানে, জামাল মুসিওলা, চোপো মোটিং।