- খেলা
- রিভিউ নিয়ে রোহিতের রসিকতা, ‘জাড্ডু প্রতি বলেই আউট মনে করে’
রিভিউ নিয়ে রোহিতের রসিকতা, ‘জাড্ডু প্রতি বলেই আউট মনে করে’

ছবি: এএফপি
চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুটিতে জয় পেয়েছিল ভারত। ঘরের মাঠে তাদের সিরিজ জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ইন্দোরে তৃতীয় টেস্টে জিতে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদে শেষ টেস্ট জিতলে অজিরা ২-২ ব্যবধানে সিরিজে সমতা করে ফেলবে।
গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, তাদের ছোট ছোট ভুল করা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় টেস্টে জাদেজার আবেদনের প্রেক্ষিতে রিভিউ নিয়ে তা নষ্ট হওয়ায় ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক।
রোহিত বলেন, ‘বিশেষ করে জাড্ডু (রবিন্দ্র জাদেজা), ইয়ার। (পায়ে লাগলে) ওর প্রতি বলেই মনে হয় আউট। আমি বুঝি এটা দলের প্রতি আবেগ। আমরা দায়িত্বটা এখানেই। ওকে বলা যে ভাই, একটু ঠান্ডা হও। ওর চাওয়া রিভিউ যদি স্টাম্পের কাছে থাকত তাও একটা কথা। বল স্টাম্পেই হিট করে না, কিছু বল তো লেগ স্টাম্পের বাইরে পিচ করে। পরের ম্যাচে আমাদের এসব ছোট ছোট ভুল থেকে বেরিয়ে আসতে হবে।’
তিন টেস্টে ভারত ১২টি রিভিউ নিয়ে সাতটি মিস করেছে। যেখানে অস্ট্রেলিয়া ১৬টি রিভিউ নিয়ে আটটিতে সফল হয়েছে। তবে রোহিত শর্মা ডিআরএ পদ্ধতিকে লটারি মনে করেন। তার মতে, ডিআরএসে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়।
রোহিত বলেছেন, ‘ডিআরএস কিছুটা চাতুরতার বিষয়। এটা লটারির মতো। আপনাকে সবসময় সেরা ফলটার আশা করে নিতে হবে। অনেক বিষয়ের ওপর এটা নির্ভর করে। পিচিং ইন লাইন, ইমপ্যাক্ট ইন লাইন, বাউন্স আছে কিনা। সুতরাং সব বল প্যাডে লাগলেই স্টাম্পে যাবে না। এগুলো মাথায় রাখতে হয়। গত ম্যাচে যেমন বল খুব টার্ন করছিল। সেটাও মাথায় রাখতে হতো।’
মন্তব্য করুন