- খেলা
- ঘরের মাঠেও কামব্যাক হলো না স্পার্সদের
ঘরের মাঠেও কামব্যাক হলো না স্পার্সদের

ছবি: এএফপি
পিএসজির মতোই প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল টটেনহ্যাম। কিন্তু এক জায়গায় স্পার্সরা এগিয়ে ছিল। প্রথম লেগে তারা হেরেছিল এসি মিলানের মাঠে। দ্বিতীয় লেগ ঘরের মাঠে হওয়ায় অ্যান্তোনিও কন্তের দলের ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ ছিল।
বুধবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোমেরোর বোকামি আর হ্যারি কেনদের নিরুত্তাপে গোল শূন্য সমতা করেছে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে টপ ফোরে থাকা দলটি। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের হারে তাই চ্যাম্পিয়ন্স লিগের শেষ হলো থেকে বিদায় নিয়েছে তারা। মিলান উঠেছে শেষ আটে।
প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়ায় স্পার্সরা। কিন্তু গোল বাধে ম্যাচের ৭৮ মিনিটে। ১০ জনের দলে পরিণত হয় কন্তের দল। বোকামি করে জোড়া হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোকে মাঠ ছাড়তে হয়। পুরো ম্যাচে গোলে মাত্র দুটি শট নিতে পারা স্পার্সদের আর ঘুরে দাঁড়ানো হয়নি।
ম্যাচ শেষে কন্তের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্পার্সদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। তাকে ৭০ মিনিটে বদলি হিসেবে নামানো হয়। বিষয়টি নিয়ে রিচার্লি বলেছেন, ‘কন্তের পছন্দ-অপছন্দ আমি বুঝি না। আমি খেলতে চাই। ইতিবাচক মুহূর্তে ছিলাম। এই মৌসুমই বাজে।’
মন্তব্য করুন