প্রিমিয়ার লিগে ফর্টিস এফসির কাছে পরাজয়ে মোহামেডান কোচের চাকরিটা নড়বড়ে হয়ে যায় শফিকুল ইসলাম মানিকের। তাঁর বরখাস্তের গুঞ্জনও ওঠে ফুটবলপাড়ায়। শেষ পর্যন্ত গুঞ্জনটা সত্যি হয় সোমবার।

ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের সঙ্গে টেকনিক্যাল কমিটির বৈঠকের পর মানিকের বিদায় নিশ্চিত হয়। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ।

ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে উঠলেও প্রিমিয়ার লিগে মোহামেডানের অবস্থা যাচ্ছেতাই। লিগে ১০ ম্যাচে মাত্র সমান তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে সাদা-কালো জার্সিধারীরা।

আগামীকাল থেকে আলফাজের অধীনে লিগের ফিরতি পর্বের প্রস্তুতি শুরু করবে মোহামেডান। এর আগেও একবার দলটিকে কোচিং করিয়েছিলেন আলফাজ। ২০২১ সালে সাবেক ব্রিটিশ কোচ শন লেনের অনুপস্থিতিতে তিন ম্যাচে প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন সাবেক এই ফুটবলার।