- খেলা
- ম্যাচ জিতিয়ে ফেসবুকে 'সালাম' দিলেন শান্ত
ম্যাচ জিতিয়ে ফেসবুকে 'সালাম' দিলেন শান্ত

ছবি- এএফপি
বিপিএলের ফর্মটাকে ইংল্যান্ড সিরিজেও টেনে এনেছেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতেই ফিফটি পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে তো তার ব্যাটেই বাংলাদেশ বধ করেছে ইংল্যান্ডকে। ৩০ বলে ৮ চারে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শান্ত।
এতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বিপিএলের টুর্নামেন্ট সেরা শান্তর হাতেই। শান্ত যে শুধু ফিফটি তুলেছেন এমন নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন তিনিও। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারেনের ক্যাচ।
কুড়ি ওভারের সংস্করণে শান্তর এটি তৃতীয় ফিফটি। এর আগের ১৪ ইনিংসে ছিল না একটিও। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন শান্ত। ক্যাপশনে লিখেছেন 'আসসালামু আলাইকুম'। সাথে হৃদয়ের চিহ্ন একে দিয়েছেন দেশের পতাকা ও ব্যাট-বলের ইমোজি।
ম্যাচ সেরার পুরষ্কার নিতে গিয়ে শান্ত জানান 'তৌহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছে। আমি কেবল বল দেখেছি এবং ক্রিকেটিং শট খেলেছি। দুই উইকেট হারানোর পর দুশ্চিন্তা করিনি। আজ বোলাররা যেভাবে বল করেছে তা দারুণ। বিশেষ করে হাসান মাহমুদ ও তাসকিন। রনি ও লিটন শুরুটা ভালো করে দিয়েছিল, টি-টোয়েন্টিতে ভালো শুরু কাজে দেয়।'
মন্তব্য করুন