- খেলা
- সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন শান্ত
সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন শান্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দেখা এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। ২০২১ বিশ্বকাপে প্রথম দেখায় হেরেছিল বাংলাদেশ। এবার চিত্রটা বদলে দিল লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয়বার দেখাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় পেল টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
এই ম্যাচ জেতার অন্যতম কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত। এদিন ৩০ বলে ৮ চারের সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বিপিএলের টুর্নামেন্ট সেরা শান্তর হাতেই। শান্ত যে শুধু ফিফটি তুলেছেন এমন নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন তিনিও। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারেনের ক্যাচ।
মূলত, বিপিএলের ফর্মটাকে ইংল্যান্ড সিরিজেও টেনে এনেছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিপিএলের কথা টেনে শান্ত বলেন, 'আমরা যারাই খেলেছি আজকে... বিপিএলে যেভাবে ব্যাটিং করেছি বা যেই পরিকল্পনা ও মানসিকতা ছিল, সেটিই আজকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। ওরকম ভিন্ন কিছু কেউই করতে চাইনি।'
বাঁহাতি এ ব্যাটার জানান, জয়ের ভিত তৈরি হয়েছে বোলিংয়ে, 'শেষের ১০ ওভার আমরা বোলিংয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তখনই আমাদের ওই আত্মবিশ্বাসটা এসেছে, এই রান তাড়া করা সম্ভব। পরে ব্যাটিংয়ে যেভাবে শুরুটা পেয়েছি, তখন থেকেই আমর আত্মবিশ্বাসটা পেয়েছি, আমরা যদি এক-দুইটা জুটি গড়তে পারি, তাহলে আমরা জিততে পারব।'
শুরুটা ভালো হওয়ায় সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন শান্ত। দলের প্রতিনিধি হয়ে জানান, চট্টগ্রামের মতো মিরপুরেও জিতবে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজেই বাজিমাত হবে দেশের মাটিতে।
মন্তব্য করুন