- খেলা
- ‘মেসি-মেসি’ স্লোগান ও হারের ক্ষোভে বোতলে কিক রোনালদোর
‘মেসি-মেসি’ স্লোগান ও হারের ক্ষোভে বোতলে কিক রোনালদোর

ছবি: গোল
সৌদি প্রো লিগে দুটি হ্যাটট্রিক করে ফেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে এক ম্যাচে তিনি করেছেন চার গোল। এবার লিগে প্রথম হারের স্বাদ পেলেন তিনি। আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পুর্তুগিজ তারকা রোনালদোর দল।
ওই ম্যাচের আগে ও পরে রোনালদোকে খোঁচা মারেন ইত্তিহাদ সমর্থকরা। ম্যাচ শুরুর আগে এবং ম্যাচের মধ্যে ‘মেসি-মেসি’ স্লোগান তোলেন তারা। ইত্তিহাদের মাঠে ভক্তদের ওই খোঁচা ও হারের জ্বালায় বিরক্ত হয়ে মাঠ ছাড়ার সময় সাইড লাইনে থাকা পানির বোতলে জোরে কিক করেন সিআরসেভেন। এছাড়া আবারও অধিনায়কের আর্মব্যান্ড ছুড়ে ফেলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, হারের পর রোনালদোকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিলেন এক সতীর্থ। কিন্তু রোনালদো রেগে কথা বলছিলেন তার সঙ্গে। কোনভাবেই এই হার মানা যায় না এমন ছিল তার বার্তা। কথা বলতে বলতে ডাগ আউটের দিকে যাওয়ার পথে সাইড লাইনে থাকা বোতলে কিক করেন তিনি।
???? شاهدوا .. غضب كبير جداً من النجم العالمي #كرستيانو_رونالدو بعد الخسارة من #الاتحاد للمرة الثانية#الاتحاد_النصر#النصر_الاتحاد pic.twitter.com/T80sXddLmS
— علاء سعيد (@alaa_saeed88) March 9, 2023
ম্যাচ শেষে অবশ্য রোনালদো এক বার্তায় ভক্তদের ধন্যবাদ দিয়েছেন এবং সতীর্থদের ফোকাস থাকার কথা বলেছেন, ‘অবশ্যই আমরা খুবই হতাশ। তবে আমাদের মনোযোগ মৌসুমে এবং পরবর্তী ম্যাচেই থাকছে। আল নাসর ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, ভক্তরা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
মন্তব্য করুন