- খেলা
- কবে অবসরে যাবেন জানালেন লেভা
কবে অবসরে যাবেন জানালেন লেভা

ছবি: গোল
শুরু থেকে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির মতো বড় ক্লাবে না খেলেলেও বার্সেলোনায় স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কির ক্যারিয়ারের দৈর্ঘ্য কোনভাবেই তাদের চেয়ে কম নয়। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত পাঁচ ক্লাবের জার্সি পরেছেন তিনি।
পোল্যান্ডের দুই ক্লাবে দুর্দান্ত চারটি মৌসুম কাটিয়ে ২০১০ সালে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার তার অবসর সম্পর্কে ভক্তদের ধারণা দিয়েছেন। ডর্টমুন্ডে চারটি এবং বায়ার্ন মিউনখে অসাধারণ আট মৌসুম কাটিয়ে ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার এখন বার্সায়।
কাতালানদের জার্সি পরে ক্যাম্প ন্যুতে কি বিদায় বার্তা জানাবেন তিনি? সব মিলিয়ে ৫৫৬ গোল করা স্ট্রাইকার কবে নিতে পারেন অবসর? এমন প্রশ্নে বার্সা ম্যাগাজিনকে লেভা বলেছেন, অন্তত এক কিংবা দুই বছরের মধ্যে নয়। তিনি আরও কয়েক বছর খেলে যাওয়ার মতো ফিট মনে করেন নিজেকে।
লেভা বলেছেন, ‘কত বছর খেলতে পারবো, বার্সায় থাকবো বলতে পারছি না। আমি মনে করি, এখনও কয়েক বছর শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আমার আছে। কত বছরে তা বলতে পারছি না। তবে আমি নিশ্চিত, এটা এক-দুই মৌসুম হবে না, আরও বেশি হবে। আশা করছি এখানে অনেক বছর থাকতে পারবো। আমি মেস কুই আন ক্লাব এর অর্থ বুঝেছি।’
বার্সার হয়ে চলতে মৌসুমে লেভা ২০ লিগ ম্যাচে ১৫ গোল করেছেন। সব মিলিয়ে বার্সার হয়ে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন ছয় ফিট এক ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার। তবু তার বয়স ৩৫ হয়ে যাওয়ায় বার্সা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প তরুণ স্ট্রাইকার খুঁজছে। ম্যানসিটির ২৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং ব্রাজিলের ১৮ বছর বয়সী তরুণ ভিতর রকি আছেন বার্সার নজরে।
মন্তব্য করুন