তামিম ইকবাল টি-২০ থেকে অবসর নিয়েছেন। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লহর মতো সিনিয়রকে বাদ দেওয়া হয়েছে। কোচ হাথুরুর অধীনে এবং সাকিবের নেতৃত্বে তৌহিদ হৃদয়, শামীম হোসেনের মতো তরুণরা দলে এসেছেন। নাজমুল শান্তর প্রতি আস্থা রাখা হয়েছে। 

সব মিলিয়ে বাংলাদেশের টি-২০ দলে নতুন হাওয়া। ওই নতুনদের মানসিক পরিবর্তন ও গেমপ্ল্যান অনুযায়ী খেলে বাংলাদেশ টি-২০’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বলে জানিয়েছেন মেহেদি মিরাজ। টি-২০ দলে ফিরেই ম্যাচ সেরা হওয়া পারফরম্যান্স দেওয়া মিরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, দলের সবাই ইতিবাচকভাবে খেলেছেন। 

তিনি বলেন, ‘টি-২০ ফরম্যাটে আমি ধরে খেলবো নাকি মেরে- এরকম চিন্তার অতো সুযোগ নেই। প্রতিটা বলেই ঝুঁকি ও সাহস নিয়ে খেলতে হয়। আমাদের খেলোয়াড়রা মানসিকতায় পরিবর্তন এনেছেন। গ্লেমপ্ল্যান করে সেভাবে খেলার চেষ্টা করায় ভালো হচ্ছে। কয়েকজন তরুণ ক্রিকেটার এসেছে। তারাও ভালো খেলছে।’

চট্টগ্রামে টি-২০ অভিষেক হওয়া তৌহিদ হৃদয় সাহসী ব্যাটিং করেছেন। ঢাকায় দ্বিতীয় ম্যাচে উইকেট বুঝে ব্যাট করেছেন তিনি। বিপিএলে সর্বোচ্চ রান করা নাজমুল শান্ত ওয়ানডের পর টি-২০ ফরম্যাটের দুই ম্যাচেই রান পেয়েছেন। তাদের কৃতিত্ব দিয়ে মিরাজ বলেছেন, ‘তৌহিদ হৃদয়কে দেখে মনে হয় না ওর অভিষেক হয়েছে। শান্তকে দেখেন, তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য হয়েছে। ও কিন্তু ভালো ক্রিকেট খেলছে, ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেকে মানসিকভাবে শক্ত করেছে। এগুলোই দলকে সহায়তা করছে।’ 

টি-২০ দলে ফিরেই নিজের ম্যাচ জয়ী পারফরম্যান্সে খুশি বলে জানিয়েছেন মিরাজ। দল সিরিজ জেতায় বেশি ভালো লাগছে বলেও উল্লেখ করেন তিনি, ‘টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে। বিশ্বাসের প্রতিদান দিতে পেরে ভালো লাগছে। প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। ওরা বিশ্বচ্যাম্পিয়ন। ওদের হারিয়ে খুব ভালো লাগছে। আমরা ওদের সঙ্গে বেশি খেলার সুযোগ পাই না। ২০ বছরে দশটা টি-২০ও খেলিনি ওদের বিপক্ষে। প্রথম সিরিজেই জয় অনেক বড় পাওয়া।’