- খেলা
- ভিএআরে রক্ষা বার্সেলোনার
ভিএআরে রক্ষা বার্সেলোনার
-samakal-640ea131a84f3.jpg)
লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ভিএআরে রক্ষা পেয়েছে বার্সেলোনা। কাতালানরা তখন ১-০ গোলে এগিয়ে। ৮৮ মিনিটে ইনিয়াকি উইলিয়ামসের গোলে সমতা টেনে উদযাপনে মাতে বিলবাও।
দুই মিনিট বাদেই ভিএআর জানায়, গোলটি ছিল অবৈধ। বল দখলের সময়ে বিলবাওয়ের ইকার মুনিয়াইনের হাতে লেগেছে বল। গোল বাতিল। অ্যাথলেটিক বিলবাওর এই গোল ভিএআরে বাতিল না হলেও, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হত বার্সেলোনা। গোল বাতিল হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এর আগে বার্সার একমাত্র গোলটিতেও ছিল ভিএআরের অবদান। প্রথমার্ধের যোগ করা সময়ে সার্জিও বুসকেটসের পাসে শট নেন রাফিনহা। তাতেই আসে লিড গোল। তব এই গোলটি অফসাইডে বাতিল করেছিলেন রেফারি। ভিএআরের সঙ্গে আলোচনা করেই রাফিনিয়ার গোলটি ফেরত দিয়েছিলেন রেফারি।
১–০ গোলের জয়ে নিকটতম দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্টে ৫৬।
মন্তব্য করুন