- খেলা
- ইসি কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসর
ইসি কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসর

ইসি কার্যালয়- ফাইল ছবি
নির্বাচন কমিশনের আলোচিত কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সর্বশেষ তিনি ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ২৫ বছরের বেশি সময় তিনি ইসির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রোববার ইসি কার্যালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদে মোস্তফা ফারুক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ওই সময় কমিশনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে নিয়মবহির্ভূত অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। পরে অডিট আপত্তির কারণে ১১ লাখ টাকা ফেরত দিয়ে বিষয়টির নিষ্পত্তি করা হয়। এর আগে বিতর্কিত সিইসি বিচারপতি এম এ আজিজের ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্বসহ নানা কারণে ইসি সচিবালয়ে বারবার আলোচিত হয়েছেন মোস্তফা ফারুক।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ইসিতে প্রথম। ইসির প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে অবসর দেওয়া হলো।
একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণের অর্থ ব্যয়ে অনিয়ম হয়েছে বলে গণমাধ্যমে খবরে উঠে আসে। পরে বিশিষ্ট নাগরিকরা এ ঘটনা তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দেন।
তৎকালীন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুকসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা কোর্স পরিচালক ও বিশেষ বক্তাসহ একাধিক পদে থেকে অনেক টাকা নিজেরা নিয়েছেন বলে অভিযোগ ওঠে।
মন্তব্য করুন