- খেলা
- শ্রীলঙ্কার হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
শ্রীলঙ্কার হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। এই ম্যাচ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল লঙ্কানরা। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হলো ভারতের। আগামী ৭ জুনের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল।
শেষ বলে এক রান দরকার ছিল নিউজিল্যান্ডের। আসিথা ফার্নান্দোর করা বল ব্যাটে ছোঁয়াতে পারলেন না কেন উইলিয়ামসন। তবুও দৌড় দিলেন তিনি এরপর নন স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙার আগেই ছুঁয়ে ফেললেন দাগ। আর তাতেই পূর্ণ এক আর রোমাঞ্চকর এক টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। এই জয়ে ৭৫ বছর পর শেষ বলে জয় দেখল টেস্ট ক্রিকেট। এর আগে ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে এক রান নিয়ে জিতেছিল ইংল্যান্ড। এর ৭৫ বছর পরে এসে টেস্ট ক্রিকেট ঘটল এমন আরও একটি ঘটনা। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।
কিউইদের এই জয়ে বড় ভূমিকা রাখেন কেন উইলিয়ামসন। ১২১ রানে অপরাজিত থাকেন সাবেক কিউই অধিনায়ক। এ ছাড়া কিউই ব্যাটার ড্যারিল মিচেল প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেন ৮১ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩৭৩ রান। আর দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে ৩০২ রান। ৮ উইকেটে ২৮৫ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা।
মন্তব্য করুন