- খেলা
- লরিসের জায়গা পূরণে মার্টিনেজে চোখ টটেনহ্যামের
লরিসের জায়গা পূরণে মার্টিনেজে চোখ টটেনহ্যামের

ছবি: ফাইল
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক হুগো লরিসের বিকল্প খুঁজছে টটেনহ্যাম। নেতৃত্ব দিয়ে ফ্রান্সকে দুটি বিশ্বকাপের ফাইনালে তোলা লরিসের বয়স হয়ে গেছে ৩৬ বছর। হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। তার সঙ্গে স্পার্সদের চুক্তির শেষ বছর চলছে।
সব মিলিয়ে একজন নির্ভরযোগ্য গোলরক্ষক দরকার টটেনহ্যামের। ওই জায়গা পূরণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কেনার কথা ভাবছে স্পার্সরা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অ্যাস্টন ভিলা গোলরক্ষকে বিশেষ আগ্রহ আছে নর্থ লন্ডনের ক্লাবটির।
এমির সঙ্গে অ্যাস্টন ভিলার চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। তাকে কিনতে ম্যানইউ আগ্রহী বলে বিভিন্ন সময় খবর বেরিয়েছে। সেজন্য আর্জেন্টাইন গোলরক্ষককে দলে পেতে মোটা অঙ্কের অর্থ খরচা করতে হতে পারে। স্পার্সরা ওই লড়াইয়ে নামতে প্রস্তুত বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
কাতার বিশ্বকাপে এমি মার্টিনেজ দুর্দান্ত খেলেছেন। কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে দলকে জিতিয়েছেন তিনি। ফাইনালে টাইব্রেকার ছাড়াও দিয়েছেন দারুণ কিছু সেভ। সম্প্রতি ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ৩০ বছর বয়সী মার্টিনেজ।
মন্তব্য করুন