মালয়েশিয়াগামী বিমানে ওঠার প্রাক্কালে বগুড়ার নন্দীগ্রামের তানসেন খবর পান তাঁর একমাত্র ছেলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছে। ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে যাওয়া হলো না তাঁর। একই দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দু’জনের। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মুক্তিযোদ্ধা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচালক এবং যশোরের শার্শায় একজনের প্রাণ গেছে।

মালেশিয়াগামী বিমানে ওঠার অপেক্ষায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে ছিলেন তানসেন আহম্মেদ। দেড় ঘণ্টা পরই বিমানে মালয়েশিয়া পাড়ি দেবেন। হঠাৎ বাড়ি থেকে আসা এক ফোনকলে সবকিছু এলোমেলো হয়ে গেল। তানসেনের চাচাশ্বশুর রেজাউল করিম ফোনে জানান, তাঁর একমাত্র সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। খবর শুনে তানসেন ভাগ্য বদলের বিমানযাত্রা ফেলে রওনা করেন নিজ বাড়ি বগুড়ার নন্দীগ্রামের ওমরপুরের পথে। গতকাল সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে পিকআপের সংরর্ষে শিশুসহ তিনজন নিহত হয়। তার মধ্যে তানসেন আহম্মেদের ৩ বছর বয়সী ছেলে আব্দুল আলিমও আছে। নিহত বাকি দু’জন হলেন একই উপজেলার দামগাড়া গ্রামের অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

দুর্ঘটনায় তানসেনের স্ত্রী সুমাইয়া আক্তার সুমি, শ্বশুর শহিদুল ইসলাম (৫৫) ও শাশুড়ি মমতাজ বেগমসহ পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে তানসেনের চাচাশ্বশুর রেজাউল করিমের সঙ্গে কথা হয়। মা, নানা ও নানির সঙ্গে অসুস্থ আলিমকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। বাচ্চাটা না ফেরার দেশে চলে গেল। আলিমের বাবা তানসেন সাড়ে চার লাখ টাকা ঋণ করে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ নিয়েছেন কিন্তু যাওয়া হলো না।

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত সাহাবুদ্দীন (৭৩) একজন মুক্তিযোদ্ধা। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহাবুদ্দীনের বাড়ি মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামে। আহত হয়েছেন একজন।

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত হন মিরাজ মিয়া (২৩) ও ট্রাকের চালক। গতকাল ভোরে মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরাজ মিয়া সিলেটের এয়ারপোর্ট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

যশোরের শার্শার কুচেমোড়ায় গতকাল সোমবার দুপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত আশরাফুল ইসলাম বেনাপোলের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা]