অনেকদিন ধরেই জাতীয় দলের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটে তাকে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছিল। কিন্তু প্রত্যাশা মিটিয়ে পারফরম্যান্স করতে পারছিলেন না। দলে যাওয়া-আসার মধ্যে ছিলেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে ধারাবাহিক রান করে জাতীয় দলে জায়গাটা এবার একপ্রকার পাকা করে নিয়েছেন তিনি।

তাকে নিয়ে সমালোচনা কম হয়নি। ওই সমালোচনার জবাব তিনি ব্যাট হাতে দিয়েছেন। ম্যাচ শেষে দারুণ সিরিজ কাটানো শান্ত স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছেন, ‘সর্বশক্তিমানকে ধন্যবাদ। ভালো বিষয় হলো, আমরা সিরিজ জিততে পেরেছি। দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের বিশেষ ধন্যবাদ।’

 দুই সিরিজে ভালো ফিল্ডিং হওয়ায় বোলারদের জন্য সুবিধা হয়েছে বলেও উল্লেখ করেছেন শান্ত, ‘আমরা ফিল্ডিং ভালো করলে তা বোলারদের সহায়তা করে, দলের জন্য বিষয়টি খুব ভালো হয়। সামনে আমাদের আরেকটি সিরিজ আছে। আশা করছি আমাদের ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারবো।’