গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে পিএসজি যেতে চান লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। রেডসদের সঙ্গে চলতি মৌসুমে চুক্তি নবায়ন করেছেন তিনি। তারপরও অ্যানফিল্ড ছাড়ার কথা ভাবছেন বাঁ-পায়ের এই ফুটবলার। 

সংবাদ মাধ্যম ফিচাজেস এমনই দাবি করেছে। তাদের মতে, নতুন দল গড়ায় মনোযোগ দেওয়া লিভারপুলেরও সালাহকে ছেড়ে দিতে আপত্তি নেই। সালাহ ক্লাব ছাড়াতে চাইলে তাকে ছেড়ে দিয়ে মোটা অঙ্কের অর্থ ঘরের তোলাই যুক্তিযুক্ত মনে করছে লিভারপুলের বোর্ড। 

দুই পক্ষের সবুজ সংকেত থাকায় পিএসজি নাকি সালাহকে দলে নেওয়ার তোড়জোড় শুরু করেছে। চুক্তি মৌসুম শেষে হলেও লিভারপুলের সঙ্গে প্যারিসিয়ানরা সম্ভাব্য চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা এগিয়ে রাখতে চায়। 

পিএসজি সালাহকে কেনার কথা ভাবায় নতুন একটি প্রশ্ন উঠছে। লিওনেল মেসি কি তাহলে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না? সেটা বুঝেই তার জায়গা পূরণে বাঁ-পায়ের ফরোয়ার্ড খুঁজছে ক্লাবটি। নাকি নেইমার কিংবা কিলিয়ান এমবাপ্পের বিকল্প ভাবতে শুরু করেছে কাতারের অর্থে চলা ক্লাব পিএসজি।