- খেলা
- ভারতে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন স্মিথ
ভারতে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন স্মিথ

ছবি: টুইটার
অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স মায়ের অসুস্থতার কারণে ভারত সফর রেখে দেশে ফিরেছিলেন। শেষ দুই টেস্টে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজের দলে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু মায়ের মৃত্যুকে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না কামিন্স। তার জায়গায় শেষ দুই টেস্টের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়ার হেড কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট সিরিজে যোগ দিতে পারছে না। মায়ের মৃত্যু শোকে পরিবারের সঙ্গেই থাকছে সে। প্যাট ও তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’
স্মিথ বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। একটিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে, অন্যটিকে ড্র হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কান্ডে তাকে নিষিদ্ধের পাশাপাশি নেতৃত্ব থেকে ‘চিরতরে’ সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে অজি বোর্ড।
অজি কোচ জানিয়েছেন, এই সিরিজ দিয়ে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের দলের সমন্বয় আনার চেষ্টা করবেন তারা। দলে বেশ কিছু অলরাউন্ডার নিয়েছেন তারা। ব্যাটিং অর্ডারে আটজন পর্যন্ত ব্যাটার থাকবেন। এই সিরিজ দিয়ে ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ক্যামেরুন গ্রিনকে।
অস্ট্রেলিয়ার দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, শেন অ্যাবট, অ্যাস্টন আগার, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জোস ইংগিলস, মার্নাস লাবুশানে, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল স্ট্রার্ক, মার্কোস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
মন্তব্য করুন