- খেলা
- ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিংয়ে শান্ত
ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিংয়ে শান্ত

ছবি: এএফপি
ঐতিহাসিক সাফল্যের পর র্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে। বুধবার প্রকাশিত আইসিসির টি২০ র্যাঙ্কিংয়ে দেখা যায়, ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে শান্ত। টি২০-তে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটাই র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান।
একই সঙ্গে ভারতের বিরাট কোহলির কাছাকাছিও চলে এসেছেন এই ব্যাটার। র্যাঙ্কিংয়ে কোহলির অবস্থান ১৫তম। ৯ ধাপ উন্নতিতে লিটন উঠে এসেছেন ২২ নম্বরে। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ থাকা লিটন মঙ্গলবার তৃতীয় ম্যাচে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।
দুই ও তিনে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সিরিজে ৩ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান ১৬ ধাপ উন্নতিতে উঠে এসেছেন ২০তম স্থানে। ৯ ধাপ এগিয়ে সাকিব ২৪ নম্বরে আর সাত ধাপ এগিয়ে তাসকিন উঠে এসেছেন ৪১তম স্থানে। টি২০ বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
মন্তব্য করুন