কাতার বিশ্বকাপে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের সাইড বেঞ্চে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের তরুণ বেনফিকা স্ট্রাইকার গঞ্জালো রামোসের কাছে জায়গা হারিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে সিআরসেভেনকে নামানো হলেও মরক্কোর বাধা ভাঙতে পারেননি। 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল এবং বিশ্বকাপের পরে ৩৮ বছর বয়সী রোনালদো ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তরুণ প্রজন্মের দুর্দান্ত খেলোয়াড়দের ভিড়ে রোনালদো কি জাতীয় দলে আবারও জায়গা পাবেন? 

বেলজিয়ামের দায়িত্ব ছেড়ে পর্তুগালের দায়িত্ব নেওয়া রবার্তো মার্টিনেজ কি তাকে পরিকল্পনার অংশ করবেন? ওই খবর দ্রুতই জানা যাবে। মার্চের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দুটি ম্যাচ খেলবে। প্রথমটি লিচেনস্টাইনের বিপক্ষে ২৪ মার্চ এবং অপরটি আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭ মার্চ মাঠে নামবে তারা। 

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ওই দুই ম্যাচে রোনালদোকে দলে রাখতে পারেন পর্তুগালের নতুন কোচ রর্বাতো মার্টিনেজ। সংবাদ মাধ্যম দি অ্যাথলেটিক এমনই দাবি করেছে। তাদের মতে, অভিজ্ঞ রোনালদোর সঙ্গে তার পরিকল্পনার বিষয়ে এরই মধ্যে মার্টিনেজ কথা বলেছেন। এর আগে পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে মার্টিনেজ বলেছিলেন, খেলা না খেলার বিষয়টি নির্ভর করবে রোনালদো কী ভাবছে তার ওপর।