ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে টি-২০ সিরিজে জিতেছে ৩-০ ব্যবধানে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ খেলেই তাদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে সাকিব আল হাসানের দল। 

ওই ম্যাচ শেষে সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর ইংলিশদের খোঁচা দিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘মাইকেল ভন লং টাইম নো সি।’ বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট খেলা এবং হাই-পারফরম্যান্স টিমে কোচিং করানো জাফর ইঙ্গিত করে ভনকে বলেছেন, (ভন) কোন সাড়া-শব্দ নেই, কী ব্যাপার। 

সাবেক ইংলিশ অধিনায়ক ভন পাল্টা টুইট করেছেন, ‘তারা (ইংল্যান্ড) হেরেছে.... তারপরও তারা বিশ্বচ্যাম্পিয়ন। ইংল্যান্ডের এখন বিশ্বকাপ (ওয়ানডে) জেতার ভালো সুযোগ দেখা যাচ্ছে... বাংলাদেশ সফর ভালো ট্রায়াল হয়েছে। ভারতেরও একই চেষ্টা করে দেখা উচিত।’ 

ওখানেই শেষ নয়। ওয়াসিম জাফরকে পরে আরও একটা খোঁচা দিয়েছেন ভন। ইংলিশ অধিনায়ক জস বাটলারের ছবি পোস্ট করেছেন তিনি। তার হাতে টি-২০ বিশ্বকাপের শিরোপা। ভন ক্যাপশন দিয়েছেন, ‘শুভ সকাল ওয়াসিম...।’