- খেলা
- দুবাইয়ে আরাভ খানের বাসায়ও গেছেন সাকিব!
দুবাইয়ে আরাভ খানের বাসায়ও গেছেন সাকিব!

সাকিব আল হাসানের সঙ্গে আরাভ খান। ছবি- ফেসবুক থেকে নেওয়া
সাকিব আল হাসান দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়ার আগেই বিষয়টি চাউর হয়েছিল। জানা যায়, ওই স্বর্ণের দোকানের মালিক আরাভ খানের প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি। এরপরও ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। শুধু তাই নয়, দুবাইয়ে আরাভ খানের বাসায়ও যান তিনি।
এসব কারণে সাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরাভ খান তার ফেসবুক লাইভে সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরাভ খান বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও সাকিব আল হাসান ভাই আমার স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন। এ জন্য আমি সাকিব আল হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
এর পাশাপাশি ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন আরাভ খান। ছবির ক্যাপশনে তিনি লিখেন, এত নিউজের পরও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন। আপনি আসলেই খুব মহান। আল্লাহ আপনাকে ভালো রাখুক সেই দোয়া করি।
গতকাল বুধবার সন্ধ্যায় দুবাইয়ের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন আরাভ খান। নানা আলোচনা-সমালোচনার মধ্যেই দুবাইয়ের স্থানীয় সময় বুধবার রাত ৮টায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থেকে দোকানটি উদ্বোধন করেন।
মন্তব্য করুন