কাতার বিশ্বকাপ শেষ হলো তিন মাস পেরিয়ে যাচ্ছে। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ ফরম্যাট ঠিকঠাক হয়ে গেছে। ৪৮ দল নিয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। 

এই টুর্নামেন্টের বাছাই পর্ব শুরু হবে এ বছরই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে কনমেবল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল আর আর্জেন্টিনা। নভেম্বরে ম্যাচটি হবে বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। ফিরতি লেগে এই দুই দল আবার মুখোমুখি হবে প্রায় দেড় বছর পর। ২০২৫ সালের মার্চে আর্জেন্টিনার মাঠে গড়াবে ফুটবলের সবচেয়ে 

বড় মহারণ। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধ না মানায় ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পণ্ড হয়েছিল।

এদিকে ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বলিভিয়ার বিপক্ষে। সেপ্টেম্বরে দ্বিতীয় রাউন্ডে পেরুর বিপক্ষে খেলবে তারা। অক্টোবরে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উরুগুয়ে। এই বছর নভেম্বরে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ডেরায় পা রাখবে সেলেসাওরা। 

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ বলভিয়ার বিপক্ষে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে  তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও পেরু। ব্রাজিল সফরের আগে নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে আলবিসেলেস্তেদের। কোন রাউন্ডে কোন দল কার বিপক্ষে খেলবে, কনমেবল সেটা জানালেও ম্যাচগুলোর তারিখ কিংবা ভেন্যু চূড়ান্ত করেনি।