- খেলা
- সিলেটের কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায় বালবার্নি
সিলেটের কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায় বালবার্নি
ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো: অ্যান্ড্রু বালবার্নিআইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি বলেছেন, ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো #ক্রিকেট #বালবার্নি
Posted by Samakal on Friday, March 17, 2023
আজ সিলেটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে নতুন মিশন শুরু করবে আইরিশরা। তার আগের দিন সংবাদ সম্মেলনে নতুন এই সফরের চ্যালেঞ্জ মাথায় রেখে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক বালবার্নি। পাশাপাশি বাংলাদেশে আসার প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি, ‘অবশ্যই এটি আমাদের জন্য ভিন্ন রকম একটি সফর। কিট ব্যাগে (টেস্টের) সাদা প্যাড রাখা আমাদের জন্য ভিন্ন বিষয়। তবে একইভাবে এটি রোমাঞ্চকর। আপনি সব সময়ই বাংলাদেশে আসতে চাইবেন এবং ভালো ক্রিকেটারদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করতে চাইবেন।’
এবার তিন ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে লড়বে আইরিশরা, যা নিয়ে উচ্ছ্বসিত দলটির দলনেতা, ‘ওয়ানডের পর টি২০, তার পর টেস্ট– আমাদের জন্য এটি চ্যালেঞ্জ হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার এটি করতে হবে। বিশ্বের সব দলই এটি করে আসছে এবং খুব ভালোভাবে করছে। আমাদের এটি দ্রুত শিখতে হবে। এখান থেকে পেছনে হাঁটার কোনো পথ নেই। সংস্করণ যেটাই হোক, আমাদের যথাসম্ভব একে অন্যের সামর্থ্যে আস্থা রাখতে হবে। আমি আশাবাদী, সামনের দিনগুলোতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
তবে সিলেটের কন্ডিশন নিয়েও দুশ্চিন্তায় আছেন বালবার্নি। এই আইরিশ অধিনায়কের ভাষ্য, ‘সাম্প্রতিক সময়ে এখানে (সিলেট) খুব বেশি ওয়ানডে খেলা হয়নি। বিপিএলের সময় আমার এখানে খেলার সৌভাগ্য হয়েছিল। আমার মনে হয়, কার্টিসও খেলেছে। এ ছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার এখানে টি২০ বিশ্বকাপ খেলেছে। এই মাঠ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। এমন জায়গায় খেলতে এলে এসব অনেক সাহায্য করে। ওয়ানডে ক্রিকেটে বিষয়টি কিছুটা ভিন্ন। তবে ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করার জন্য ভালো সময়। শিশিরের প্রভাবসহ আরও কিছু বিষয় থাকবে। দেশের বাইরে খেলতে এলে এগুলো নিত্য ব্যাপার। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং দলের বাকিদের সঙ্গে যত দ্রুত সম্ভব এসব তথ্য শেয়ার করা নিশ্চিত করতে হবে।’
মন্তব্য করুন