- খেলা
- টাইগার একাদশে তিন পেসার, হৃদয়ের অভিষেক, নেই মিরাজ
টাইগার একাদশে তিন পেসার, হৃদয়ের অভিষেক, নেই মিরাজ

ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মিরাজ ছিটকে গেছেন এই ম্যাচ থেকে।
মিরাজ না থাকায় তৃতীয় পেসার হিসেবে তাসকিন আহমেদকে দলে ফিরিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাসকিন ছাড়াও এই পেস ডিপার্টমেন্ট সামলাবেন মুস্তাফিজুর ও এবাদত। বাদ পড়েছেন আফিফ হোসেন। তার জায়গায় দলে ফিরেছেন ইয়াসির আলী। অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
মন্তব্য করুন