- খেলা
- ন্যু ক্যাম্পে ঐতিহাসিক এল ক্লাসিকো আজ
ন্যু ক্যাম্পে ঐতিহাসিক এল ক্লাসিকো আজ

রেফারিকে অর্থ দেয়ার ঘটনা নিয়ে গত মাস থেকে তোলপাড় চলছে স্প্যানিশ ফুটবলে। এর মধ্যেই স্পেনে বইছে এল ক্ল্যাসিকো উত্তাপ। রোববার ন্যু ক্যাম্পে লা লিগায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে অনেকটা নির্ভর করছে লিগ শিরোপার ভাগ্য। লস ব্লাঙ্কোসদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনার সামনে এখন ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ। আর কার্লো আনচেলত্তির দলের জন্য পয়েন্টের ব্যবধান কমানোর হাতছানি।
বার্সা কোচ জাভি বলেন, আমার মনে হয় সবসময়ের চেয়ে এইবার রিয়াল আরও বেশি আক্রমণাত্বক খেলবে। সমর্থকদের সঙ্গে সঙ্গে আমাদের জন্যও এটা ভালো।
লা লিগার প্রথম লেগে গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছিল ৩-১ গোলে। সেই ম্যাচের পর আরও দু’বার দেখা হয়েছে দুই জায়ান্টের। গত জানুয়ারিতে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতেছিল জাভি হার্নান্দেজের দল। আর এ মাসের শুরুতে কোপা দেলরের প্রথম লেগেও কাতালানরা জিতেছিল ১-০ গোলে। তবে লা লিগায় মৌসুমে ডাবল জয়ের সুযোগ কোচ কার্লো আনচেলত্তির। শেষ ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্টরা। যা এল ক্লাসিকোর আগে বাড়তি আত্ববিশ্বাস।
ইনজুরিতে সাইড লাইনে থাকতে হবে ডেভিড আলাবাকে। তবে ফিরছেন অরিলিয়েন চৌয়ামেনি। পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কারিম বেনজেমাও। ম্যাচের আগে ভিন্ন কৌশলে ইতালিয়ান ট্যাকটিশিয়ান।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমাদের বার্সেলোনাকে সিংহের মতো দেখা প্রয়োজন, বিড়ালের ভূমিকায় নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে।
মন্তব্য করুন