এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ | ০২:৪৯ | আপডেট: ২০ মার্চ ২০২৩ | ০৩:০৭
নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। দারুণ এ জয়ের মধ্য দিয়ে লা লিগার শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেলেন লেভানডফস্কিরা।
রোববার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের শুরুর দিকেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ৯ মিনিটের সময় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট বার্সার রাইট ব্যাক রোনাল্ড আরাউহোর গায়ে গেলে চলে যায় জালে।
পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করে যায় বার্সেলোনা। ম্যাচের ৪৫তম মিনিটে মেলে সাফল্য। সার্জিও রবার্তোর গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা।
এরপর ম্যাচের একেবারে অন্তিম সময়ে আরেক গোল করে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা। ৯২তম মিনিটে ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দেন।
দারুণ এ জয়ে লা লিগায় ২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।
প্রসঙ্গত, লা লিগার প্রথম লেগে গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছিল ৩-১ গোলে। সেই ম্যাচের পর আরও দু’বার দেখা হয়েছে দুই জায়ান্টের। গত জানুয়ারিতে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতেছিল জাভি হার্নান্দেজের দল। আর এ মাসের শুরুতে কোপা দেলরের প্রথম লেগেও কাতালানরা জিতেছিল ১-০ গোলে।
- বিষয় :
- ফুটবল
- এল ক্লাসিকো
- রিয়াল মাদ্রিদ
- বার্সেলোনা
- লা লিগা