
আইপিএলে ক্রিকেটারদের নাম পাঠানোর সময়ই বিসিবি থেকে জাতীয় দলের খেলার সূচি দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে মার্চ-এপ্রিলের হোম সিরিজের সঙ্গে মে মাসের অ্যাওয়ে সিরিজটিও রয়েছে তাতে। বিসিবি চাইলে চলমান হোম সিরিজ শেষ না হওয়া পর্যন্ত সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে ছাড়পত্র নাও দিতে পারে। টেস্টের চুক্তিতে না থাকায় মুস্তাফিজুর রহমানের সে সমস্যা নেই। তবে বিশেষ বিবেচনায় টি২০ সিরিজের পরই ছেড়ে দেওয়া হতে পারে সাকিবকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিবের সে রকম কথাও হয়ে আছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া বাকি। সাকিবকে আগে এনওসি দেওয়া হলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের নেতৃত্ব দেওয়ার জন্য সহঅধিনায়ক লিটন কুমার দাসকে রেখে দিতে চায় বিসিবি। যদিও আইপিএলের শুরু থেকেই খেলার জন্য এনওসি চেয়ে আবেদন করেছেন তিন ক্রিকেটার সাকিব, লিটন, মুস্তাফিজ। আইসিসির সভা শেষে দুবাই থেকে দেশে ফিরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হবে ২৩ মার্চ। ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। সাকিব আবার টি২০ অধিনায়ক। ২০ ওভারের ম্যাচের সিরিজটি শেষ করেই কলকাতার বিমান ধরতে চান বাঁহাতি এ অলরাউন্ডার। কারণ, এদিনই গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ পরদিন পাঞ্জাব কিংসের সঙ্গে মোহালিতে। সাকিব এবং লিটন দু’জনই আবার কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। একজন গেলেও অন্তত কোটা পূরণ হয়। সিনিয়র হিসেবে সাকিবের যাওয়ার সম্ভাবনাই বেশি। সাকিব-লিটনের যেই থাকবেন, টেস্টের নেতৃত্বের জন্য তিনি কেকেআরের শুরুর দুটি ম্যাচে থাকতে পারবেন না। কেকেআর দ্বিতীয় ম্যাচ খেলবে ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ইডেন গার্ডেনে। তবে সাকিব, লিটনকে আইপিএলের প্রথম থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নির্ভর করছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। তিনি যেটা চাইবেন বিসিবি সভাপতিও সেভাবে সাড়া দেবেন। কোচ সাকিব-লিটন দু’জনকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সম্মত হলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ, আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। সেদিক থেকে দেখলে সাকিব, লিটনের জায়গায় দু’জন তরুণ ক্রিকেটারকে দেখার সুযোগ পাবেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার এ মুহূর্তে দলে নেই। সে কারণেই জাতীয় দল নির্বাচক কমিটির একজন সদস্য বলেন, ‘তামিম ইকবাল টেস্টে অধিনায়কত্ব করবে না। অন্য যারা থাকবে, তাদেরও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সেভাবে নেই। তাই সাকিব, লিটনের যে কোনো একজনকে থাকতে হবে।’
আইপিএলে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার লিগের শুরু থেকে ছাড়পত্র পেলেও পুরো সময় খেলতে পারবেন না মে মাসে ইংল্যান্ডে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ থাকায়। সে ক্ষেত্রে ২৮ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হতে হবে টাইগারদের। যদিও কোচ চন্ডিকা তিন দিন অনুশীলন করে ৩ মের সিরিজ শুরু করতে চান। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সেভাবে যোগাযোগ করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। সফরে তিনটি এক দিনের ও চারটি টি২০ ম্যাচ রয়েছে। এক দিনের ক্রিকেট সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের খেলা। এই সিরিজের জন্য অধিনায়ক তামিম ইকবাল সেরা স্কোয়াড চেয়ে রেখেছেন বিসিবির কাছে। তাই তিন ক্রিকেটারের অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা ক্রিকেটারদের কাছ থেকে আবেদন পেয়েছি। বোর্ড সভাপতি দেশে ফিরলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে।’ এ থেকে একটা বিষয় পরিষ্কার– সাকিবকে অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে বিসিবি বস ও প্রধান কোচের মাথায় থাকবে আয়ারল্যান্ড সফর।
মন্তব্য করুন