- খেলা
- টানা ৫ ম্যাচ হেরে বাংলাদেশ ছাড়ছে আর্জেন্টিনা
টানা ৫ ম্যাচ হেরে বাংলাদেশ ছাড়ছে আর্জেন্টিনা
-samakal-6417ff91819c9.jpg)
কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা, যে আনন্দ ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদেরও। মেসিদের দেশের কাবাডি দল বাংলাদেশে এসেছিল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায়। যেখানে হতাশ করেছে আর্জেন্টিনা কাবাডি দল। পাঁচ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি মেসি-ডি মারিয়াদের দেশ আর্জেন্টিনা। ২২ মার্চ দেশে ফিরে যাচ্ছে তারা।
গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। রোববার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলে তারা। পোল্যান্ডের বিপক্ষে ৮৬-৩৪ পয়েন্টে হেরেছে আর্জেন্টিনা।
আজ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, আরেক সেমিতে চাইনিজ তাইপের মুখোমুখি ইরাক। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে, আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে, নেপালকে ৪০-২৪ পয়েন্টে, ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে এবং ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে সর্বাধিক ১০ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
মন্তব্য করুন